মানুষ যখন জীবনের শেষ সীমানায় পৌঁছে যায়, তখন মস্তিষ্কে কী ঘটে—এই প্রশ্ন যুগের পর যুগ বিজ্ঞানীদের ভাবিয়েছে। সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে মৃত্যুর আগমুহূর্তে মানুষের মস্তিষ্কে ঘটে আশ্চর্য পরিবর্তন। ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঠিক আগে মস্তিষ্ক এমন কিছু তরঙ্গ সৃষ্টি করে, যা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণ করায়। গবেষকরা বলছেন, জীবনের বিশেষ স্মৃতিগুলো এই সময় চোখের সামনে ভেসে ওঠে—যেমনটি অনেক ‘মৃত্যুর কাছ থেকে ফিরে আসা’ মানুষ দাবি করেন। গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের ড. আজমল জেমার। তিনি জানান, হৃদস্পন্দন বন্ধ হওয়ার ঠিক আগে মস্তিষ্কে গামা তরঙ্গের প্রবল পরিবর্তন দেখা যায়—এই তরঙ্গ মূলত স্মৃতি ও চেতনার সঙ্গে সম্পর্কিত। গবেষণাটি করা হয় এক ৮৭ বছর বয়সী মৃগী রোগীর মৃত্যুর সময়। দেখা যায়, হৃদযন্ত্র বন্ধ হওয়ার...