বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রবণতা বদলাতে চেয়েছে। নকলমুক্ত পরীক্ষা এবং কঠোরভাবে খাতা মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাকে মূল্যায়নের চেষ্টা করেছে। আর এ কারণেই বহু শিক্ষার্থী পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তবে এটিই বাস্তবতা, নকল আর নমনীয়তায় ফুলে-ফেঁপে ওঠা ফলাফল প্রকৃত শিক্ষার মানের প্রতিফলন নয়। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন, আজকে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৫ লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ উদ্বেগজনক চিত্রের পেছনে মূল কারণ হলো বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ ও দুর্বল শিক্ষা নীতি। দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষা ব্যবস্থায় চলে আসছিল অনিয়ন্ত্রিত নকল, পাশের হার বাড়াতে নমনীয় খাতা মূল্যায়ন এবং শিক্ষার মানের চরম অবনতি।...