রাজবাড়ীর রামকান্তপুরে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরী একসময় ছিল সম্ভাবনার প্রতীক। ১৫ একরেরও বেশি জমিতে গড়ে ওঠা এ শিল্পনগরীতে উদ্যোক্তাদের স্বপ্ন ছিল স্থানীয় শিল্পের বিকাশ ঘটানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়া। ৭৭টি প্লট নিয়ে যাত্রা শুরু করা এ শিল্পনগরীতে একসময় ৫৩টি প্রতিষ্ঠান সচল ছিল। কিন্তু আজ, ৬০ বছর পেরিয়ে, সেই আলোর জায়গায় নেমে এসেছে অন্ধকার। সংবাদ-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেখানকার অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ, কিছু কারখানায় তালা ঝুলছে, চারপাশ জঙ্গলে ভরা, রাস্তা বেহাল, ড্রেনেজ ব্যবস্থা অকেজো। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়, ময়লা-আবর্জনায় ভরে যায় চারপাশ। কোনো কোনো ফ্যাক্টরির ভেতরে পর্যন্ত পয়োনিষ্কাশনের পানি ঢুকে পড়ে-এ যেন শিল্প নয়, অব্যবস্থাপনার প্রতীক। যেসব উদ্যোক্তা এখনো টিকে আছেন, তারা প্রতিদিন যুদ্ধ করছেন লোডশেডিং, নিরাপত্তাহীনতা, পানি সংকট ও প্রশাসনিক...