সুনামগঞ্জ থেকে:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের দুই কিশোর ইয়াসিন ও মোজাম্মেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের অসাধারণ ফুটবল প্রতিভা নজর কাড়ে দেশবাসীর।এই ভিডিওটি চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। তার নির্দেশেই বৃহস্পতিবার (আজ) সেই গ্রামে ছুটে যান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি সরেজমিনে ইয়াসিন ও মোজাম্মেলের ফুটবলশৈলী দেখেন এবং তাদের সঙ্গে খেলায়ও অংশ নেন। সুবিধাবঞ্চিত এই দুই ফুটবলারের স্বপ্নপূরণের লক্ষ্যে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সব দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন আমিনুল হক। ঢাকা থেকে তিনি ইয়াসিন ও মোজাম্মেলের জন্য ফুটবল, জার্সি, বুটসহ যাবতীয় ক্রীড়া সরঞ্জাম নিয়ে যান। তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে তিনি এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। আমিনুল...