অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক লড়াই গড়ে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের নারী দল। বৃহস্পতিবার নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বিশাল পরাজয়ে টানা চতুর্থ হারের মুখ দেখলো নিগার সুলতানার দল। ফলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেলো টাইগ্রেসদের। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। এছাড়া নাইমা খাতুন ২৮ ও লতা মন্ডল ২৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে আনাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুইটি করে উইকেট। জবাবে অস্ট্রেলিয়া শুরু থেকেই ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওপেনার অ্যালিসা হিলি ও ফোয়েব লিচফিল্ডের দাপুটে ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে...