বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং দলের অংশ হতে পেরে গর্ববোধ করেন বাংলাদেশে ফুটবল পুনরুজ্জীবিত করার অন্যতম কারিগর হামজা চৌধুরী। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হামজা লিখেছেন, ‘আমাদের কঠোর পরিশ্রম ও আশা অনুযায়ী ফলাফল আসেনি।’ তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা গর্বের উল্লেখ করে হামজা লিখেছেন, ‘সব সময়ের মতোই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং দলের অংশ হতে পেরে গর্বিত।’ ম্যাচ হারলেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি লিখেছেন, ‘এই সিরিজ থেকে অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে।’ আগামী নভেম্বরে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে নভেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিয়ে হামজা লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আবার দেখা হবে নভেম্বর মাসে।’ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ১ম লেগে শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে পয়েন্ট হারায় বাংলাদেশ। ফিরতি লেগে হংকংয়ের মাঠে ১-১...