চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচিত ২৬টি পদের মধ্যে এজিএস এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদ ব্যতীত ২৪ পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির মনোনীত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ ফলাফল করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। পরে সন্ধ্যায় পূর্ণাঙ্গ ফলাফল জানায় নির্বাচন কমিশন।আরো পড়ুন:এই বিজয় জুলাই যোদ্ধাদের, শিক্ষার্থীদের: শিবির সভাপতি এই বিজয় জুলাই যোদ্ধাদের, শিক্ষার্থীদের: শিবির সভাপতি ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ৭ হাজার ৯৮৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি। ৪ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন হৃদয়। ৮ হাজার ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস)...