টাঙ্গাইলের মির্জাপুরের সেই যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা জিপিএ-৫ পেয়েছেন। ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পায় তারা। রুবাবা জামান ও রুবাইয়া জামানের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তার ঠিকাদার মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিলেন। কামরুজ্জামান বলেন, তার যমজ মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমাদের পরিবারের সবাই বেশ খুশি। আমি মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এ ব্যাপারে জানতে চাইলে যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, আমাদের এ সাফল্যের পেছনে...