বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর ১৮তম নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগদান করেন মোয়াজ্জেম হোসেন। বেপজায় যোগদানের আগে মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দুটি আর্টিলারি ব্রিগেড এবং দুটি আর্টিলারি রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে প্লাটুন কমান্ডার, একটি ডিভিশনের কর্ণেল স্টাফ এবং...