ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসায় বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও বজায় রয়েছে। আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান দখল করে শীর্ষস্থানে রয়েছে ঝালকাঠির সনামধন্য এই বিদ্যাপিঠ। এবারের ফলাফলে এই মাদরাসায় পাসের হার শতকরা ৯৮.৫০ শতাংশ। এবছর এই প্রতিষ্ঠান থেকে আলিম আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে মোট ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করে ২৬২ জন কৃতকার্য হয়েছে। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন। এছাড়া ১০৩ জন এ গ্রেড সহ বাকীরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। মাদরাসার ভাইস প্রিসিপ্যাল আব্দুল কাদের বলেন, 'যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করে সময়ের ব্যবধানে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।...