ওয়ানডে লম্বা সময় ধরেই হতাশা উপহার দিয়ে আসেছে বাংলাদেশ। যার সবশেষটা দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে সদ্যই। যে কারনে টাইগার ওয়ানডে স্কোয়াডে পরিকর্তন অনুমান করা যাচ্ছিল। প্রত্যাশিতভাবেই দুটি পরিবর্তন এনে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।ওয়ানডে দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। দলে নতুন মুখ প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ওই একটি ম্যাচই। সৌম্য ও মাহিদুলকে জায়গা দিতে ছিটকে গেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার নাহিদ রানা।সৌম্য কেন দলে? এর ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। প্রায় ৮০টির (৭৬টি) মতো ওয়ানডে খেলে ফেলেছেন, প্রায় ১০ বছর ধরে খেলছেন। গত বছরের নভেম্বরের দিকে ওয়েস্ট...