নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পাওয়ার অব শী ট্রাস্ট’-এর উদ্যোগে পিসিওএস ও স্তন ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়টি ও নুভিস্তা ফার্মা লিমিটেড। কাজী আয়েশা ও বৃষ্টি রানীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পাওয়ার অব শী-এর চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, “নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করা সময়ের দাবি। পিসিওএস ও স্তন ক্যান্সার সম্পর্কে জানার পাশাপাশি প্রতিরোধের পথও জানতে হবে।” স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা ও রেজিস্ট্রার মো. আব্দুল মতিন নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। নুভিস্তা ফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপক তানিয়া ইদ্রিস বলেন, “নারীর স্বাস্থ্যের যত্ন নেওয়া মানেই একটি সচেতন সমাজ গড়ে তোলা। নুভিস্তা ফার্মা নারীর স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক...