ভারতের কিছু তেল শোধনাগার রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। তিন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনা বন্ধ করবেন এমন আশ্বাস দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পরিশোধনাগারগুলো এই প্রস্তুতি নিচ্ছে। ভারত ও চীন রাশিয়ার সী-বর্ন অশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা| রাশিয়ার ইউক্রেইন আক্রমণের পর ইউরোপে বিক্রি কমে যাওয়ায় দেশটি তেলের দাম কমিয়ে দেয়, আর ভারত ও চীন হয়ে ওঠে রাশিয়ার সমুদ্রপথে পাঠানো অশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। সূত্রগুলো জানায়, নভেম্বরের অর্ডার ইতোমধ্যে দেওয়া থাকায় ডিসেম্বর থেকেই রাশিয়া থেকে ভারতীয় পরিশোধনাগারগুলোর তেল কেনা কমতে পারে । যদিও সরকার আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশ দেয়নি। ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশ নিতে ভারতীয় কর্মকর্তারা ওয়াশিংটনে রয়েছেন। সম্প্রতি...