সেবা সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাটইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে নেমে চাকরি খোয়ানোর পাশাপাশি দল থেকে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা মুনতাসির মাহমুদ দুষছেন দলের আরেক নেতা মাহবুব আলমকে। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির রেড ক্রিসেন্ট সোসাটইটির যুব ও সেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসাবে চাকরি করে আসছিলেন। ‘স্বেচ্ছাচারিতা ও আওয়ামী তোষণের’ অভিযোগ তুলে তিনি রেড ক্রিসেন্ট সোসাটইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুল ইসলামের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। ঢাকার মগবাজার এলাকায় রেড ক্রিসেন্টের প্রধান কার্যালয়ে রোববার দিনভর আন্দোলন চলার পর সন্ধ্যায় এনসিপি থেকে মুনতাসিরকে অব্যাহতি দেওয়ার খবর আসে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। সেদিনই রেড ক্রিসেন্ট থেকে মুনতাসিরকে চাকরিচ্যুত করার খবর আসে। তার অভিযোগ, তার অব্যাহতি ও চাকরি যাওয়ার পেছনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের...