বাংলাদেশি বোলারদের নিয়ে নিয়মিত ইতিবাচক আলোচনা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়নি সাফল্য। ব্যাটিংয়ের পর বোলারদের নির্বিষ বোলিংয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হার মেনেছে বাংলার নারীরা। বিশাখাপত্তনমে টস জিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৯৮ রান। জবাবে ২৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০২ রান করে অস্ট্রেলিয়া। দুই অসি ওপেনোর শুরু থেকেই যে আগ্রাসন দেখান, তা বজায় রাখেন শেষ পর্যন্ত। অধিনায়ক এলিসা হিলি তুলে নেন সেঞ্চুরি। ৭৭ বলে ২০ চারে অপরাজিত থাকেন ১১৩ রানে। অপর ওপেনার পোহেবে লিচফিল্ডের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান। ৭২ বলের ইনিংসটি তিনি সাজান ১২টি চার ও একটি ছক্কায়। ব্যাটিংয়ে বাংলাদেশকে মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার রাবেয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক।...