বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন,“আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি। জামায়াতে ইসলামী আগামীতে সংগ্রাম করবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি নির্মূল করে আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী জামায়াতে ইসলামী বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে, ইনশাআল্লাহ।” বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় চরফ্যাশন পৌর শহরের ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন,“যুবকেরা সমাজকে এগিয়ে নেবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করা হবে।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,“আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করা হবে। সকল অপসংস্কৃতি দূর করে যুব সমাজকে নৈতিক ও চরিত্রবান হিসেবে গড়ে তুলব।” অনুষ্ঠানে...