বিশ্বকাপ অভিযানের শুরুটা দারুণই ছিল বাংলাদেশের—পাকিস্তানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে উজ্জ্বল সূচনা। কিন্তু এরপর যেন সবকিছুই ঢলে পড়ে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা না পাওয়া, আর পরপর চার ম্যাচে হারের ধাক্কায় কার্যত বিদায়ের মুখে নিগার সুলতানাদের বিশ্বকাপ স্বপ্ন।আজ সেই শেষ আশা নিয়েই মাঠে নামে বাংলাদেশ, প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। কিন্তু ফলাফলটা হলো একেবারে একপেশে—অ্যালিসা হিলির দল ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে তারা এখনো অপরাজিত।মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহভিশাখাপত্নমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির অনবদ্য ৮০ বলে অপরাজিত ৬৬ রানে ভর করে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৮ রান তোলে—অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই টাইগ্রেসদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ।তবু সেই সংগ্রহও হিলি-বাহিনীর...