প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে কেবলমাত্র মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়ায় অকৃতকার্য হিসেবে গণ্য হয়েছেন। অন্যদিকে, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিলেও তারা দুই জনই ফেল করেছেন। এতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই কলেজের তিন শিক্ষার্থীর কেউই পাশ করেননি। জানা গেছে, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের দুইটি বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেও মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া চারজনের মধ্যে একজন পরীক্ষায় পাস করেন। অন্যরা ফেল করেন। এছাড়া পরের বছর ২০২৪ সালে...