রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হচ্ছে মন্নুজান হলের ব্যালট। এর আগে পৌনে ৮টার দিকে হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, আনুষ্ঠানিকভাবে রাকসুর ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে মন্নুজান হলের ভোট গণনা করা হবে। ধারাবাহিকভাবে একটি হলের পরে আরেকটি হলের ভোট গণনা করা হবে। সরেজমিনে দেখা যায়, মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ভোট বাক্স। এক একটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং...