বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটছে না! ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় কয়েক দিন আগেই বম্বে হাইকোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিকে। আদালতের পক্ষে নির্দেশ দেওয়া হয়, আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান। চলতি বছরের আগস্ট মাসেই বলিউডের এই হাইপ্রোফাইল তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলায় গেল সেপ্টেম্বর মাসেই শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ। এ কারণে ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাদের। সেই লুক আউট নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা...