দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হামিন আহমেদ। তার মতে, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে।’ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। হামিন আহমেদের কথায়, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। ভিউ হওয়ার জন্য যেকোনো কিছু, যেকোনো কিছু। ভাইরাল= অর্থ = লোভ। ’ এই ব্যান্ড তারকার করা এই পোস্টের সঙ্গে অনেকেই সহমত প্রকাশ করেছেন। এই পোস্টের মন্তব্য বাক্সে একজন লেখেন, ‘সত্যি ভাইয়া, সত্যিই আমরা শেষ। এখন গান বা কাজ কেমন হয়েছে শোনে না, দেখে না, দেখে ভিউ। আরেকজন লেখেন, ভাইরাল হবার নেশায় নিজের মান-ইজ্জত ও বিবেক শালীনতা ও ব্যক্তিত্ব বেঁচে দেবেন না, প্লিজ। এই মরণ ফাঁদে পা দেবেন না। ধন্যবাদ জানাই বস এ রকম একদম বাস্তব কথা তুলে ধরেছেন সমাজেরই...