ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কের (ইউটিএল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ‘না জানিয়ে’ সাদা দলের ৫ শিক্ষককে পদায়নের ঘটনা ঘটেছে। এসব শিক্ষক কমিটির বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।তারা এ বিষয়ে সাদা দলের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢাবি চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ইউটিএল। কমিটিতে আরবি বিভাগের অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হককে আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মোতালেব হোসেনকে সদস্য সচিব পদ দেওয়া হয়। এ কমিটিতে সদস্য পদ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামকে পদ দেওয়া হয়েছে। অথচ কমিটির বিষয়ে তারা কিছুই জানেন না। বিকেলে ইউটিএলের কমিটির ঘোষণার পরপরই তারা সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোর্শেদ হাসান খানের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। লিখিত চিঠিতে নুরুল ইসলাম বলেছেন, হঠাৎ একটি...