রাজশাহী বিশ্ববিদ্যালয় তপ্ত অক্টোবরের সকাল। সূর্যের আলো তখন পুরো ক্যাম্পাসে ঝলমল করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তা–ঘাটে শিক্ষার্থীদের মুখে উৎসাহ, উত্তেজনা আর প্রত্যাশার আলো। ৩৫ বছর পর সেই কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন! ১৯৮৯ সালের পর থেমে থাকা গণতন্ত্রের ঘড়ি আবার টিকটিক করা শুরু করে বৃহস্পতিবার। সকাল ৯টা বাজতেই শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস, স্লোগান আর হাসির মেলা।রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন নতুন প্রাণে ফিরে পেয়েছে নিজেকে। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হলেও কিছু অভিযোগ ছুঁয়ে যায় দিনের আনন্দকে। ছাত্রদল ও তাদের সমর্থিত কয়েকটি প্যানেল অভিযোগ করেন কিছু বিষয়ে। অভিযোগ করে তারা বলেন, কিছু কেন্দ্রে অতিরিক্ত সই করা ব্যালট পেপার রাখা হয়েছে, কোথাও কালি উঠে গেছে, আবার কিছু কেন্দ্রে ভোট ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব দেখা গেছে। এক কেন্দ্রে ভোটার আসার আগেই এক সহকারী প্রিজাইডিং...