অন্যদের ব্যর্থতার মাঝে সোবহানা মোস্তারির ফিফটিতে দুইশর কাছাকাছি পুঁজি পেল বাংলাদেশ। কিন্তু বোলিংয়ে দাঁড়াতেই পারল না নিগার সুলতানার দল। দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন অ্যালিসা হিলি। বিশাল জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় ১০ উইকেটে। ভিশাখাপাত্নামে বৃহস্পতিবার ১৯৯ রানের লক্ষ্য ২৪.৫ ওভারেই পেরিয়ে যায় হিলির দল। এই সংস্করণে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। এক্ষেত্রে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৮ রানের লক্ষ্য ১০ উইকেট আর ৮৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছিল তারা। একই মাঠে চার দিন আগে ভারতের বিপক্ষে তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় ১০৭ বলে ১৪২ রানের ইনিংস খেলা হিলি এবার করেছেন ৭৭ বলে ১১৩। অস্ট্রেলিয়া অধিনায়কের ইনিংসটি গড়া ২০টি চারে।...