দেশের পুঁজিবাজারের পরিধি সম্প্রসারণ ও বস্ত্র খাতের কোম্পানিকে তালিকাভুক্ত করার লক্ষ্যে সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মাহমুদ হাসান খান জানান, সেমিনারের মাধ্যমে সদস্য ও অংশীদারদের জন্য পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ‘আমরা চাই পুঁজিবাজার আরও বড় হোক। আগ্রহী কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার আগে বিজিএমইএ প্রাথমিক সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) দিতে পারে, যা যাচাই-বাছাই এবং মৌলিক ভিত্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম সাক্ষাৎ অনুষ্ঠানে বলেন, ‘দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করে ব্যবসায় মূলধনের দীর্ঘমেয়াদি উৎস হিসেবে পরিণত করতে আমরা কাজ করছি। আমরা করপোরেট গভর্ন্যান্স...