মানব জীবনের শুরু থেকেই অভাব পূরণ ও প্রয়োজন মেটানোর প্রয়োজনে ব্যবসার উদ্ভব ঘটে। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ব্যবসা বৈধ জীবিকা নির্বাহের একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ উপায়। তবে মুসলমানদের জন্য ব্যবসা কেবল জীবিকার মাধ্যম নয়, এটি একটি ইবাদতও বটে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন “আল্লাহ ব্যবসা হালাল করেছেন, আর সুদ হারাম করেছেন।” (সূরা বাকারা, আয়াত ২৭৫)। মানুষের ব্যবসা মূলত দুই প্রকার দুনিয়াবি বা বস্তুগত ব্যবসা, যা পারস্পরিক চাহিদা পূরণের উদ্দেশ্যে হয়; আর আধ্যাত্মিক ব্যবসা, যা আল্লাহর সন্তুষ্টি ও আত্মার পরিতৃপ্তির জন্য সম্পন্ন হয়। আল্লাহর নির্দেশিত পথে ব্যবসা করা নিঃসন্দেহে ইবাদতের একটি অংশ। সাধারণ ব্যবসায় যেমন লাভ-ক্ষতির ঝুঁকি থাকে, তেমনি মূলধন, শ্রম ও মেধা বিনিয়োগের প্রয়োজন হয়। তবে কোরআনে আল্লাহ তাআলা এমন এক বাণিজ্যের কথা বলেছেন যেখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই,...