দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ শান্তি চুক্তি সম্পন্ন হয়। ২০ দফা চুক্তির একটি প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক বাহিনী দিয়ে নিয়ন্ত্রণের কথা রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে। এরই মধ্যে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো দাবি করেছে, গাজায় পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সৈন্য পাঠানোর কথা নিয়ে আলোচনা হচ্ছে। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে পলিটিকো আরও জানায়, এই তিন মুসলিম দেশই এখন পর্যন্ত গাজায় সেনা মোতায়েনের জন্য অগ্রাধিকার তালিকায় রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক সম্মতি মিলেনি বলে জানিয়েছেন তিনি। পলিটিকো উল্লেখ করেছে, এসব বাহিনীর মূল কাজ হবে জাতিসংঘের অধীনে গাজায় সংঘাত রোধ, ত্রাণবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ। যদিও ট্রাম্পের প্রস্তাবনায় সরাসরি জাতিসংঘের কোনো কথা...