জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বাস্তবায়নের লক্ষ্যে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সাত দিনব্যাপী ‘দাবি সপ্তাহ’ শুরু হয়েছে। এ সময় সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মানোন্নয়নে ১৭ দফা এবং আইন বিভাগের ১২ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে কর্মসূচি শুরু করে ছাত্র ফ্রন্ট।আরো পড়ুন:খুবিতে নানা অভিযোগে ১৯ শিক্ষার্থীকে শাস্তিসাত কলেজ নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্বেগজনক: শিক্ষা উপদেষ্টা সাত কলেজ নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্বেগজনক: শিক্ষা উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগে ইন্টারনেট সুবিধা, গবেষণার সুযোগ এবং শিক্ষক সংকট রয়েছে। আবার অনেক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না।এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে দ্রুত ভিসি ভবন থেকে অনুমোদন দেওয়া হোক। সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব বলেন, “আমাদের দাবি পূরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়...