এদিন ব্যাটার সোবহানা মোস্তারির হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। ৮০ বলে অপরাজিত ৬৬ রান করেন সোবহানা। জবাবে কোনো উইকেট না হারিয়ে অ্যাশলে হ্যালির সেঞ্চুরি ও লিচফিল্ডের ৮৪ রানে ভর করে বিশাল জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে ৩২ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। জুটিতে ২৪ বল খেলে ১টি চারে মাত্র ৮ রান করেন ফারজানা। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে আউট হন রুবাইয়া। ৫৯ বল খেলে ৮টি চার মারেন তিনি। দ্বিতীয় উইকেটে শারমিন আকতারের সাথে ৫৩ বলে ৪১ রানের জুটি গড়েন রুবাইয়া। উইকেটে সেট হয়েও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন শারমিন আকতার ও অধিনায়ক জ্যোতি। শারমিন...