ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের ফলস্বরূপ প্রথমবারের মতো টাইগারদের রঙিন পোশাকে খেলার সুযোগ পাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটার। অনেকদিন ধরেই ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই হোয়াইটওয়াশের ক্ষত না মুছতেই এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে মেহেদি হাসান মিরাজের দল। সবশেষ কয়েকটি সিরিজে মিডল অর্ডারে বেশ ভুগেছে বাংলাদেশ দল। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই অঙ্কনকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তাকে প্রস্তুত রাখার কথা...