আগামী মাসের মাঝামাঝি শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ। এবারের আয়োজক বাংলাদেশ। তাই প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজনের অপেক্ষায় দেশটি। ১৩ বছর পর হতে যাওয়া দ্বিতীয় আসরের জন্য শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে সরকার। মেয়েদের টুর্নামেন্ট বলে নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও বাংলাদেশ-এই ১৪ দেশের অংশ নেওয়া নিশ্চিত। দলসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসর আয়োজন করছে বাংলাদেশ। এবারের আসরে পাকিস্তান ও পোল্যান্ডের অংশ নেওয়ার সম্ভাবনাও আছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা।২০১২ সালে ভারতের পাটনায় মেয়েদের কাবাডি বিশ্বকাপের প্রথম আসর মাঠে গড়িয়েছিল। সেবার ইরানকে হারিয়ে সেরা...