গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার দুটি কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মোট ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে না পারায় স্থানীয়ভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে অংশ নিয়েছেন ১ জন শিক্ষার্থী। তবে দুই কলেজের কেউই উত্তীর্ণ হতে পারেননি। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অনিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষক সংকট, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণে এ ধরনের ফলাফল হয়েছে।...