রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ, চলছে গণনা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পোলিং এজেন্টদের উপস্থিততে এ গণনা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি কেন্দ্রে উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ। ভোট গণনা শুরুর আগে প্রিসাইডিং অফিসার, শিক্ষক প্রতিনিধি ও পোলিং এজেন্টদের ব্যালট বাক্স সিলগালা অবস্থায় দেখানো হয়। এরপর সিলগালা খুলে শুরুতে ১০০ ব্যালটের ভোট গণনা করে সেটি ম্যানুয়ালি মিলিয়ে দেখানো হয়। রাকসু নির্বাচনের টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মামুনুর রশিদ খন্দকার বলেন, সন্ধ্যায় সব প্রার্থীর এজেন্টদের নিয়ে ওএমআর মেশিন পরীক্ষা করা হয়। কয়েকটি ব্যালটে পরীক্ষামূলক ভোট দিয়ে সেটি মেশিনে গণনা করা হয়। পরে সেটি সবার সামনে প্রকাশ করা...