দেশের ৯২ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিতে যায় না বলে একটি সেমিনারে চিকিৎসক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সেমিনার রুমে জাতীয় দৈনিক কালের কণ্ঠের আয়োজনে ‘বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। গোলটেবিল বৈঠকটিতে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। কালের কণ্ঠ সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আরিফুজ্জামান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর, জাতীয়...