ক্রিকেট তার সবচেয়ে যুগান্তকারী বিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আজ ক্রিকেটের চতুর্থ ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’র যাত্রা শুরু হয়েছে। নতুন ফরম্যাটের উদ্যক্তারা জানান, ‘টেস্ট টোয়েন্টি’ একটি বৈপ্লবিক নতুন ফরম্যাট, প্ল্যাটফর্ম এবং বৈশ্বিক আন্দোলন, যা বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে প্রস্তুত। কয়েক দশক ধরে ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিত করলেও, বিশ্বজুড়ে তরুণ খেলোয়াড়দের একসঙ্গে বিকশিত হওয়ার মতো কোনো একক, সমন্বিত মঞ্চের অভাব ছিল। টেস্ট টোয়েন্টি সেই চিত্র বদলাতেই তৈরি হয়েছে। ক্রিকেটের এই ভবিষ্যৎ রূপায়ণে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানির পাশে দাঁড়িয়েছেন খেলাটির সবচেয়ে প্রভাবশালী কয়েকজন ব্যক্তিত্ব- এবি ডি ভিলিয়ার্স, স্যার ক্লাইভ লয়েড, ম্যাথু হেইডেন এবং হরভজন সিং। তারা একসঙ্গে টেস্ট টোয়েন্টি উপদেষ্টা বোর্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন মাইকেল ফোর্ডহ্যাম (রাজস্থান রয়্যালস আইপিএল দলের প্রাক্তন সিইও)। দক্ষিণ আফ্রিকার সাবেক...