টাঙ্গাইলের গোপালপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই কলেজের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি কেউ। এছাড়াও উপজেলার অন্যান্য কলেজগুলোতেও পাশের হারে বিপর্যয় নেমে এসেছে। কলেজ দুটির মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পর্যায়ে উপজেলার একমাত্র কলেজ ‘নারুচী স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ৭৯ ও ‘হাদিরা ভাদুরীর চর কলেজ’ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। জানা যায়, কলেজ-স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৮টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮৬ জন। পাশ করেছে ৪৭২ জন। পাশের হার শতকরা ৪৩.৪৬। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। আলিম পর্যায়ের ৭টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ২০৮ জন। পাশ করেছে ১৮০ জন। পাশের হার শতকরা ৮৬.৫৪। জিপিএ-৫ মাত্র ১ জন। এইচএসসি (ভোকেশনাল) পর্যায়ে ৬টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪৫৬ জন। পাশ করেছে ২০৭ জন। পাশের হার শতকরা ৪৫.৩৯। জিপিএ-৫ মাত্র...