আসরের লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল বর্তমানে বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কাবাডির সাধারণ সম্পাদক বলেন, ‘কাবাডির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি, সে চেষ্টাই থাকবে।’ সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। গত প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকহারা পুরুষ কাবাডি দল। মেয়েরা পদক বঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থ আর চাকচিক্যের অভাব নেই। কিন্তু আন্তর্জতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তারপরও নাকি কাবাডিতে ‘দৃশ্যমান উন্নতি’ হচ্ছে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার, (১৬ অক্টোবর ২০২৫) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ...