শেরেবাংলা সংলগ্ন একাডেমি মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনে কোচ স্যামি ও কয়েকজন খেলোয়াড় ওয়ানডে সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে। হঠাৎ একটু আলোড়ন ড্যারেন স্যামিকে দেখে। গতকাল দুপুর ১২টার পরপর দলের দুজন ক্রিকেটারসহ ওয়েস্ট ইন্ডিজের কোচ এলেন মাঠে। গতকাল বুধবার ঢাকায় পা রেখেছেন তারা। তারপরও তাদেরকে দেখে একটু বিস্ময়ের কারণ, এ দিনের অনুশীলন যে বাতিল করেছিল ক্যারিবিয়ানরা! দলীয় অনুশীলন বাতিল হলেও ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজকে নিয়ে ঠিকই মাঠে এলেন স্যামি। দুই ব্যাটারকে নিয়ে তিনি গেলেন একাডেমি মাঠে। মুখে চিরচেনা হাসি, আচরণে আন্তরিকতা। করমর্দন করলেন কয়েকজন মাঠকর্মীর সঙ্গে। তার মাঠে আসার আরেকটি কারণ বোঝা গেল ঘণ্টাখানেক পর। শেরেবাংলায় ঢুকে তিনি চলে গেলেন উইকেট দেখতে। তখন চটের আস্তরণ সরানো হচ্ছিল সেন্টার উইকেট থেকে। সেখানে প্রস্তুত হচ্ছে দুটি উইকেট। একটিতে...