জমি কিনেছেন দাগে দাগে কিন্তু নামজারি করেছেন একদাগে আবার ভোগদখলও করেছেন এক দাগেও তাহলে এ দলিল বা নামজারি ভবিষ্যতে টিকবে কি-না? আপনি একদাগেই ভোগদখল থাকতে পারবেন কি-না? এসব নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত ও জিজ্ঞাসা রয়েছে। মনে রাখবেন দাগে দাগে জমি কিনলে নামজারিও অবশ্যই দাগে দাগে করতে হবে। এক দাগে একত্রে নামজারি করা আইনগতভাবে বৈধ নয় এবং তা ভবিষ্যতে তা বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। দলিলে যদি উল্লেখ থাকে একটি দাগ থেকে ৫ শতাংশ, অন্য দাগ থেকে ৩ শতাংশ এবং আরেকটি দাগ থেকে ২ শতাংশ জমি ক্রয় করা হয়েছে, তবে ক্রেতা বাস্তবে যেখানেই ভোগদখল করুন না কেন, নামজারি অবশ্যই প্রতিটি দাগ অনুযায়ী করতে হবে। এক দাগে সব অংশ একত্রে নামজারি করা হলে সেটা হবে অবৈধ এবং আদালতের বিচারে তা অবৈধ...