১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম একমাত্র মুখ্যমন্ত্রী বাদে ভারতের গুজরাতের রাজ্য মন্ত্রিসভার সকল মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্যমন্ত্রিসভার প্রায় সকলেই একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গুজরাতের রাজনীতিতে একেবারে ঝটকা খাওয়ার মতো খবর! এই ঘটনায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে বিজেপিতে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলের সিনিয়র নেতারা মন্ত্রীদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর, মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। সেই অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপালের সঙ্গে দেখা করে তার মন্ত্রী পরিষদের পদত্যাগপত্র জমা দেবেন। তবে কেন এই পদক্ষেপ তা জানা যায়নি। কিন্তু...