বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী প্রকৃতি আর ভাওয়াইয়া গানের রাজ্য কুড়িগ্রাম জেলায়। ১৫০ বছরের ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্বটি। বরাবরের মতোই এ পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কিংবদন্তি অভিনেতা হানিফ সংকেত। নব্বইয়ের দশক থেকে দেশের প্রান্তিক অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতির ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান ধারণ করে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিবারের মতো এবারও হানিফ সংকেত ও তার ফাগুন অডিও ভিশন দল বেছে নিয়েছেন এমন একটি স্থান, যেখানে ইতিহাস, লোকসংস্কৃতি, ভাওয়াইয়া সংগীত ও প্রকৃতি মিলেমিশে আছে এক অনন্য ঐতিহ্যে। এবারের পর্বেও কিছু চমক রেখেছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। উত্তরাঞ্চলের প্রাণের সংগীত ভাওয়াইয়া কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের সংগীত ও নৃত্যানুষ্ঠান অংশ। অনুষ্ঠানের শুরুতে কুড়িগ্রামের...