গাইবান্ধার সাত উপজেলার ৩৩টি কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল ভালো হলেও দুটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এ তথ্য দিয়েছেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে বলা হয়, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি উপজেলা ও গাইবান্ধা জেলা সদরে মোট ৩৩টি কলেজ রয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৩১টি কলেজ থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে; কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। তিনি ফেল করেছেন। অন্যদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে...