কর্পোরেট ডেস্ক: গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চার দিনব্যাপি ওয়েলনেস প্রোগ্রাম আজ শেষ হয়েছে। আইপিডিসি’র কর্মী ও গ্রাহকদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ এবং সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক জীবনধারা গড়তে উৎসাহিত করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য, যা ব্যক্তিজীবন ও কর্মজীবনে সমান ভূমিকা রাখবে। প্রোগ্রামের প্রথম দিনে (১৩ অক্টোবর) স্বাস্থ্য-পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে একজন মেডিকেল অফিসার অংশগ্রহণকারীদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং বিএমআই পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া, ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত একটি সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কর্মী ও গ্রাহকদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। দ্বিতীয় দিনে (১৪ অক্টোবর) মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়। সেদিন বিশেষজ্ঞরা মানসিক সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মক্ষেত্রে...