বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বিভিন্ন জেলা ও ক্লাব থেকে মোট ১৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা স্কোয়াশ খেলাকে নতুনভাবে ছড়িয়ে দিচ্ছে এমনটাই মনে করছেন আয়োজকেরা। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফির পাশাপাশি উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগে অর্থ পুরস্কার এবং বয়সভিত্তিক বিভাগে গিফট ভাউচার দেওয়া হয়। অনূর্ধ্ব-১৩ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিএএফ শাহীন স্কুলের আরিকা সুলতানা। রানারআপ ভাষানটেক স্কুলের ইয়ারা সুলতানা, তৃতীয় স্থানে একই স্কুলের ইস্পিতা। অনূর্ধ্ব-১৫ বিভাগে প্রথম হয়েছেন কালশী ইসলামিয়া স্কুলের মায়ানুর, দ্বিতীয় পূজা রানি (কালা চাঁদপুর স্কুল) ও তৃতীয় উম্মে অপসরা (গোল্ডেন বাংলা স্কুল)। উন্মুক্ত নারী গ্রুপে সেনাবাহিনীর চাঁদনী সরকার হয়েছেন চ্যাম্পিয়ন, রানারআপ...