দুই ভিন্ন মহাদেশের প্রতিনিধিত্বকারী এই দুই দলের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায়, চিলির রাজধানী সান্তিয়াগোতে। সেমিফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে, যেখানে মরক্কোর তরুণরা দেখিয়েছে অসাধারণ আত্মবিশ্বাস ও স্থিরতা। অন্যদিকে, আর্জেন্টিনা ১৮ বছর পর ফাইনালে ফেরার আনন্দে ভাসছে। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা। ম্যাচের ৭২তম মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে সিলভেত্তির গোলই নির্ধারণ করে জয়। শেষদিকে ১০ জনের দলে...