নিজের জন্মনাম ‘দিলীপ কুমার’ কখনও পছন্দ করতেন না ভারতের কিংবদন্তী শিল্পী এআর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, “মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনো অসম্মান নেই! কিন্তু কোনোভাবে আমার নামটা আমার নিজের ভাবমূর্তির সঙ্গে মেলে না।” ১৯৬৭ সালে চেন্নাইয়ে দিলীপ কুমার নামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তী সংগীত পরিচালক। ২৩ বছর বয়সে তাঁর পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ভারতের অন্যতম শ্রদ্ধেয় শিল্পী এআর রহমান বহুবার তাঁর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। নাসরিন মুনি কবিরের লেখা তাঁর জীবনী “এআর রহমান: দ্য স্পিরিট অব মিউজিক”-এ রহমান জানান, তিনি কখনও নিজের জন্মনাম পছন্দ করতেন না এবং তাঁর মুসলিম নামটি আসলে একজন হিন্দু জ্যোতিষীই প্রস্তাব করেছিলেন। রহমান বলেন, “সত্যি বলতে, আমি আমার নামটা কখনও পছন্দ করিনি। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনো...