ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা, যেখানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকার ও আর্থিক নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। আগামী শনিবার (১৮ অক্টােবর) পর্যন্ত চলবে এই বৈঠক, যেখানে বৈশ্বিক অর্থনীতির চাপ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক ও সংরক্ষণবাদী নীতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা নিয়ে আলোচনা হচ্ছে। আইএমএফকে সাধারণত “শেষ অবলম্বন ঋণদাতা” হিসেবে দেখা হয়—যে তখনই সহায়তা দেয়, যখন কোনো দেশ মারাত্মক আর্থিক সংকটে পড়ে ও অন্য উৎস থেকে ঋণ নেওয়া সম্ভব হয় না। তবে আইএমএফের ঋণ সাধারণত কঠোর শর্তসাপেক্ষে দেওয়া হয়, যার ফলে অনেক সময় মিতব্যয়ী নীতি চাপিয়ে দেওয়া হয় এবং এতে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তি আরও বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফ প্রতিষ্ঠিত হয়। যুদ্ধোত্তর অর্থনীতি স্থিতিশীল করতে এ প্রতিষ্ঠান গড়ে ওঠে।...