হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা ও ধারণক্ষমতা বাড়াতে নতুন এক বৃহৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘কিং সালমানস গেট’ নামের এই প্রকল্পটি মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)-এর পাশে গড়ে তোলা হবে, যেখানে থাকবে আধুনিক আবাসন, আতিথ্যসেবা এবং প্রায় ৯ লাখ নতুন নামাজের স্থান। বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই প্রকল্পটি হবে একটি “সমন্বিত মিশ্র-ব্যবহারিক কেন্দ্র,” যেখানে ইসলামের পবিত্রতম স্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যরীতি আধুনিক শহরায়নের সঙ্গে মিশে যাবে। প্রায় তিন হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত প্রকল্পটিতে ইনডোর ও আউটডোর উভয় ধরনের নামাজের জায়গা থাকবে। এতে হাজিদের জন্য আবাসন, কেনাকাটা ও খাবারের সুব্যবস্থা ছাড়াও আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলা হবে। এই উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা থেকে সরিয়ে বৈচিত্র্যময় করার বৃহত্তর পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ। এরই মধ্যে দেশটি মক্কায়...