চীন প্রথমবারের মতো আর্কটিক মহাসাগর হয়ে ইউরোপে পণ্য পাঠিয়ে নতুন ইতিহাস গড়ল। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ‘ইস্তাম্বুল ব্রিজ’ নামের একটি কন্টেইনার জাহাজ আর্কটিক রুট ধরে যুক্তরাজ্যের বন্দরে সফলভাবে পৌঁছেছে। এর মাধ্যমে ইউরোপে বৈদ্যুতিক যানবাহন ও সৌর প্যানেল পরিবহণের সময় স্বাভাবিক সময়ের অর্ধেকে নামিয়ে এনেছে চীন। সাধারণত চীন থেকে ইউরোপে মালামাল পৌঁছাতে ৪০ থেকে ৫০ দিন সময় লাগে। কিন্তু আর্কটিক রুটে যাত্রা করা ‘ইস্তাম্বুল ব্রিজ’ মাত্র ১৮ দিনে গন্তব্যে পৌঁছেছে। যদিও নরওয়ের উপকূলে ঝড়ের কারণে দুই দিন বিলম্ব ঘটে, তবু এটি সময়ের রেকর্ড কমিয়ে এনেছে। বিশ্লেষকদের মতে, নতুন উত্তর সমুদ্র রুট (Northern Sea Route) এখন বৈশ্বিক উষ্ণায়নের ফলে অধিকাংশ সময় বরফমুক্ত থাকে, যা আগে জাহাজ চলাচলের অযোগ্য ছিল। রুটটি সম্পূর্ণভাবে রাশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone) ঘেঁষে চলে।...