নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক ও বস্ত্র খাতের কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে এর পরিধি বিস্তৃত করতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এই লক্ষ্য অর্জনে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে যৌথভাবে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান-এর সঙ্গে ডিএসই'র চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, সম্ভাব্য কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করা এবং কর্পোরেট গভর্নেন্স উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "আমরা চাই শেয়ারবাজারের ক্ষেত্রটি আরও বড় হোক। আগ্রহী কোম্পানিগুলোকে নিয়ে আমরা...